ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো?

আপনেরা হয়তো “কিভাবে অটো ফলোয়ার নিবো?” এটা লিখে অনুসন্ধান করে হয়তো এই লেখাটা পেয়েছেন। আজ আমি এ সম্পর্কে আপনাদের জানাবো। শোধ ২ টি ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা প্রতিদিন কয়েক হাজার ফলোয়ার নিতে পারবেন।

অনেকেই চায় তাদের ফেসবুক একাউন্টের ফলোয়ার বাড়াতে। কিন্তু অনেকেই জানেনা ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিতে হয়। আশা করি আজকের দুটি পদ্ধতি জানার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অটো ফলোয়ার কিভাবে নিতে হয় জেনে যাবেন। বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। বেশিরভাগ মানুষ ফেসবুকে তাদের সকল মনোভাব প্রকাশ করে থাকে। তাই যারা নিজের একাউন্ট এর ফলোয়ার বাড়াতে চান তাদের জন্য আজকের এই পোস্ট।

ওয়েবসাইট দুইটার মধ্যে প্রথমটি হল, Followfast আপরটি হল, Like4Like.

Followfast

Followfast এর মাধ্যমে আপনি আপনার ফেসবুকে ফলোয়ার আনতে পারবেন। এর জন্য আপনাদের কিছু কয়েন জমাতে হবে। এই কয়েন গোল ব্যাবহার করে আপনি আপনার ফলোয়ার বাঁড়াতে পারবেন। এছাড়া আপনি এই কয়েন গোলা কিনতেও পারবেন। এছাড়া এই কয়েন গোলা আপনি বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন।

Like4Like

Like4Like এর মাধ্যমেও আপনি আপনার ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন। এর জন্যও আপনাদের কিছু কয়েন জমাতে হবে। এই কয়েন গোল ব্যাবহার করে আপনি আপনার ফলোয়ার বাঁড়াতে পারবেন। এছাড়া আপনি এই কয়েন গোলা কিনতেও পারবেন।

অটো ফলোয়ার এর লাভ কি?

আপনি ফেসবুকে অটো ফলোয়ার কিনে বা ওপরে উল্লেখিত নিয়মে ফলোয়ার নিলে এগোল জাল ফলোয়ার হয়ে থাকে। তাই এ ফলোয়ার আপনার কোন পোস্ট দেখবে না। তাই এই ফলোয়ার শোধ সংখ্যা হিসেবে থাকবে, কোন কাজে আসবে না।

Originally published at https://www.writersgild.com.

--

--

The difference between me and them is that I keep going when it becomes hard.

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store
Khairul71

The difference between me and them is that I keep going when it becomes hard.